বরিশাল থেকে দেড় হাজার টন ধান ও সাড়ে ৪ হাজার টন চাল কিনবে সরকার

বরিশালে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু

বরিশালে কৃষকের কাছ থেকে খাদ্য অধিদফতরের মাধ্যমে ধান সংগ্রহ অভিযান শুরু করেছে সরকার। সোমবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় বরিশাল সদর উপজেলায় ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির। জানা গেছে, বরিশাল থেকে এবার ১ হাজার ৫৮৭ টন ধান এবং ৪ হাজার ৪৫১ টন চাল সংগ্রহ করবে সরকার। প্রতিকেজি ধান ২৬ টাকা এবং প্রতিকেজি চাল সংগ্রহ করা হচ্ছে ৩৬ টাকা কেজিদরে।

প্রথম দিন ২৬ টাকা কেজি দরে দুই জন কৃষকের কাছ থেকে ৩ টন করে ৬ টন ধান সংগ্রহ করা হয়। বাজারে প্রতিমণ ধান ৫শ’ থেকে ৬শ’ টাকায় বিক্রি হলেও সরকারের কাছে ১ হাজার ৪০ টাকা দরে ধান বিক্রি করতে পেরে আনন্দিত কৃষকরা।

সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, তারা কৃষকদের কাছ থেকে চিটা ও ময়লামুক্ত ১৪ ভাগ আর্দ্রতার ধান সংগ্রহ করবেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রকৃত কৃষকের তালিকা করে কৃষি কার্ড দেওয়া হয়েছে। আগামী আগস্ট পর্যন্ত সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান চলবে।

আরও পড়ুন- একমণ ধানে একজন শ্রমিক