গোপালগঞ্জে মিষ্টি তৈরিতে রং, এরারুট ও সোডা ব্যবহার

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানগোপালগঞ্জে এবার মিষ্টি তৈরিতে রং, এরারুট ও সোডা ব্যবহার করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার অভিযানকালে জেলা সদরের মেসার্স লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভান্ডারে এসব ক্ষতিকর দ্রব্য ব্যবহারের বিষয়টি ধরা পড়ে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান বাংলা ট্রিবিউনকে জানান, লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভান্ডারে দই-সহ বিভিন্ন মিষ্টি তৈরি করতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং, এরারুট, সোডা প্রভৃতি উপাদান ব্যবহার করছে। এটা ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম। এর জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় তাদের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেন এবং ক্যাব, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলু উপস্থিত ছিলেন।