জামালপুরে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু, আহত ৩

f81414e8550058885ce9282b202a7a18-5c0b38f1e3f5a

জামালপুরের মেলান্দহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন উপ-সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (২৭ মে) সন্ধ্যার পর জামালপুর-মেলান্দহ সড়কের মালঞ্চ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম- হারুন উর রশিদ (৬০)। তিনি ইসলামপুর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুর শহরের নয়াপাড়া এলাকায়।

এলাকাবাসী জানায়, ইসলামপুর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী হারুন উর রশিদ কর্মস্থল থেকে জামালপুর যাওয়ার পথে মালঞ্চ এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উপ-সহকারী প্রকৌশলী হারুন উর রশিদ ও অপর মোটরসাইকেলের তিন যাত্রী আব্দুল্লাহ (২০), সৌরভ (১৮) ও হৃদয় (১৯) গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হারুন উর রশিদকে মৃত ঘোষণা করেন।

আহত তিনজনতে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি এলাকায়।