৮ ঘণ্টা বন্ধ থাকার পর আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট চালু

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রপ্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম তাপ বিদ্যুৎ কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট ফের চালু হয়েছে। ১৩২ কেভি জাতীয় গ্রিড লাইনের ট্রান্সফরমার স্থাপনের সময় বিস্ফোরণ থেকে আগুন লেগে এই দুটি ইউনিট বন্ধ হয়ে গিয়েছিল।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এমএম সাজ্জাদুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আশুগঞ্জের সোনারামপুর এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার স্থাপনের সময় হঠাৎ বিকট শব্দে এটি বিস্ফোরিত হয়। অল্প সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। ঘটনার পর তাৎক্ষণিকভাবে পাঁচটি ইউনিটের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ফায়ার সার্ভিসসহ আশুগঞ্জ, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পরে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা বন্ধ করে দেওয়া তিনটি ইউনিটগুলো চালু করেন। তবে ইউনিট-৫ এবং ইউনিট-২২৫ মেরামতের জন্য বন্ধ রাখা হয়। রাত ২টার দিকে এগুলো সচল হয়।

প্রকৌশলী এ এমএম সাজ্জাদুর রহমান বলেন, ‘এখন ঈদ মৌসুম হওয়ায় অনেক গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজের চাপ কমে এসেছে। তাই ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবারহে কোনও প্রভাব পরেনি। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। কোনও ঘাটতি হয়নি।’

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি জানান, ‘এখনি অগ্নিকাণ্ডের কারণ সঠিকভাবে বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করা হবে। তদন্তের পর কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তার বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’