মেলান্দহ রেলওয়ে স্টেশন কাউন্টার ভাঙচুরের ঘটনায় আটক ৪

f81414e8550058885ce9282b202a7a18-5c0b38f1e3f5a

ঈদ পরবর্তী ট্রেনের ফিরতি টিকিট সংগ্রহের সময় কথা কাটাকাটি, কাউন্টারে হামলা এবং ভাঙচুরের ঘটনায় চার তরুণকে গ্রেফতার করেছেন জামালপুর রেলওয়ে থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৩১ মে)  দুপুরে এই ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানার ওসি তাপন চন্দ্র পণ্ডিত জানান, দুপুরে মেলান্দহ রেলওয়ে স্টেশন কাউন্টার হতে ঈদ পরবর্তী ৯ জুনের ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হয়। টিকিট বিক্রি শুরু হলে চার তরুণ হঠাৎ উত্তেজিত হয়ে লাইন ছেড়ে কাউন্টারের সামনে এসে দাঁড়ান। এসময় লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে কাউন্টারে হামলা চালায় এবং ভাঙচুর করে। এসময় পুলিশ মেলান্দহ উপজেলার ফুলছিন্না গ্রামের সাইফুল ইসলামের ছেলে হজরত আলী (১৯) ও বিল্লাল হোসেন (২০),একই গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে আবু বক্কর (১৯) ও বাঘাডোবা গ্রামের আমির ফায়াজের ছেলে শিহাব হোসন (২০)কে আটক করেছে।