৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

ট্রেন লাইনচ্যুত পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। হবিগঞ্জের রশিদপুরে ট্রেনের ইঞ্জিন লাইচ্যুত হওয়ার কারণে এ রুটে ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার (২ মে) সকাল ১০টার দিকে আখাউড়া থেকে সিলেটগামী কুশিয়ারা ট্রেনটি রশিদপুরে যাওয়ার পর ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। এজন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত ইঞ্জিন সরালে সারাদেশের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা পরে যোগাযোগ স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ সফিকুল ইসলাম খান জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করার পর যোগাযোগ স্বাভাবিক হয়েছে।