সম্পত্তি লিখে না দেওয়ায় বাবাকে পেটালো দুই ছেলে

মৌলভীবাজার

সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা আবদুল ওয়াহিদ (৬৮)-কে পিটিয়ে রক্তাক্ত ক অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া (গাজীপুর) গ্রামে এই ঘটনা ঘটেছে।

বুধবার (১২ জুন) বিকালে শ্রীমঙ্গল থানার ওসি মো.আব্দুস ছালেক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার পর রাতে দুই ছেলে শামীম আহমেদ (২৫) ও জুয়েল মিয়া (২২)  বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আবদুল ওয়াহিদ।

এ ব্যাপারে আবদুল ওয়াহিদ জানান, আমার বড় পুত্র জুয়েল মিয়া একজন মাদক সেবনকারী। প্রায়ই মাদক সেবন করে নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে সম্পত্তি ভাগ করে না দেওয়ায় আসবাবপত্র ভাঙচুর করে। আমি তাকে বাধা দিলে আমাকেও মারধর করে।

তিনি আরও বলেন, ‘অন্যদিনের মতো মঙ্গলবার বিকালেও স্ত্রীর পরামর্শে বড় ছেলে জুয়েল মিয়া ও শামীম আহমেদ আমাকে মারধর করে রক্তাক্ত করে। ওরা আমার হাত ভেঙে দিয়েছে।’

স্থানীয় সিন্দুর খান ইউনিয়নের ইউপি সদস্য তারেক আহমেদ জানান, আব্দুল ওয়াহিদের ছেলে প্রায়ই তাকে মারধর করতো। মঙ্গলবার খুব বেশি মারধর করেছে। খবর পেয়ে আমরা কয়েকজন গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়েছি।