৪৪ দিনের ছুটি শেষে রবিবার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়দীর্ঘ ৪৪ দিনের ছুটি শেষে রবিবার (১৬ জুন) খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।  গ্রীষ্মকালীন অবকাশ, মাহে রমজান, শবে কদর, জুমাতুল বিদা, বুদ্ধপূর্ণিমা ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ এ ছুটি শুরু হয় গত ৩ মে।

বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার সূত্রে জানা যায়, গ্রীষ্মকালীন অবকাশে প্রশাসনিক ছুটি ছিল ৫ থেকে ৯ মে পর্যন্ত।  এরপর শুক্র ও শনিবার বন্ধ থাকার পর ১২ থেকে ৩১ মে পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চলে। পবিত্র শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ২ থেকে ১৩ জুন প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।

একাডেমিক ছুটি ১৩ জুন পর্যন্ত হলেও ১৪ ও ১৫ জুন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে।