২ বছর পর দেশে ফিরলো পাচার হওয়া ৫ কিশোর-কিশোরী

ফেরত আসা পাঁচ কিশোর-কিশোরীদীর্ঘ দুই বছর পর ভারতে পাচার হওয়া পাঁচ বাংলাদেশি কিশোর-কিশোরী দেশে ফিরে এসেছে। শনিবার (১৫ জুন) বিকাল সাড়ে ৫টায় ভারতের পেট্রাপোল থেকে তারা বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ক্যাম্প কমান্ডার বেনাপোলের আইসিপি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প কমান্ডারের হাতে তাদের তুলে দেন।

ফেরত আসা কিশোর-কিশোরীরা হলো–সাতক্ষীরার আবু রায়হান (১৬), যশোরের শার্শার আপন (১৪), চাঁপাইনবাবগঞ্জের সেলিম (১৫), নড়াইলের রাব্বী (১৪) ও ঝিনাইদহের এক কিশোরী।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাকিবিল্লাহ জানান, এসব বাংলাদেশি কিশোর-কিশোরী দালালের খপ্পরে পড়ে দুই বছর আগে সীমান্তপথে ভারতে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। সেখান থেকে কলকাতার বারসাত কিশলয় নামে একটি শেল্টার হোম তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখে। অবশেষে দু’দেশের যোগাযোগের মাধ্যম ‘স্বদেশ প্রত্যাবর্তন’ আইনে তাদের দেশে ফেরত আনা হয়। বিজিবি ক্যাম্পের আনুষ্ঠানিকতা শেষে তাদের পোর্ট থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। সেখান থেকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।