গৃহবধূর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গ্রেফতার ২

হাসপাতালের বেডে সাজেদা খাতুনসিরাজগঞ্জে গৃহবধূর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় তার চাচাশ্বশুর ও চাচিশাশুড়িকে রবিবার (১৬ জুন) রাতে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাস গ্রামে জমিসংক্রান্ত বিরোধে শনিবার এ ঘটনা ঘটে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চণ্ডিদাস গ্রামের আইনজীবী সহকারী আবদুল হাই মহুরি ও তার স্ত্রী মনোয়ারা বেগমের সঙ্গে তাদের ভাতিজা রফিকুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ ছিল। এরই জের ধরে শনিবার রাতে তারা ভাতিজার বউ সাজেদা খাতুনের (৩৫) ওপর ঘুমন্ত অবস্থায় অ্যাসিড ছোড়ে। এতে সাজেদার বাঁ কাঁধ দগ্ধ হয়। রাতেই তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পরদিন মামলা হলে রাতে অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর মনোয়ারা অসুস্থ হয়ে পড়লে পুলিশ পাহারায় তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে আবদুল হাই মহুরিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।’

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম জানান, মহিলা সার্জারি ওয়ার্ডে সাজেদার চিকিৎসা চলছে।