যৌন হয়রানির অভিযোগে ঈশ্বরদীর সেই প্রধান শিক্ষক গ্রেফতার





পাবনাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পাবনার ঈশ্বরদীর আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ জুন) সকালে রাজধানীর শাহবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী এ তথ্য জানান।
এদিকে, যৌন হয়রানির অভিযোগে মোজাম্মেল হককে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহম্মেদ হোসেন ভূঁইয়ার কাছে ওই ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার (১৬ জুন) তাকে বরখাস্ত করা হয়।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী কামরুন্নাহার শরীফ বলেন, ‘ওই শিক্ষকের কারণে স্কুলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, শৃঙ্খলা নষ্ট হয়েছে। তাই নিয়ম মাফিক তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।’

স্কুল কর্তৃপক্ষ ও থানা সূত্রে জানা গেছে, গত ২৫ মে দুপুরে স্কুল মাঠে অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী বান্ধবীদের সঙ্গে খেলা করছিল। এ সময় প্রধান শিক্ষক মোজাম্মেল হক ওই ছাত্রীকে ডেকে নিয়ে আপত্তিকর কথাবার্তা ও যৌন হয়রানি করে। পরে বান্ধবীরা এগিয়ে গেলে প্রধান শিক্ষক তাকে ছেড়ে দিয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করে। বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রী বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি যৌন হয়রানির মামলা দায়ের করে।