গাজীপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

উপজেলা পরিষদ নির্বাচনপঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুর সদর উপজেলা পরিষদে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। তবে নিজ কেন্দ্রে ভোট দিতে না পারা, এজেন্টদের মারধর, ভয়ভীতি দেখানো ও কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগে নির্বাচন বয়কট করেছেন স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন।

ইজাদুর রহমান মিলন মঙ্গলবার (১৮ জুন) বেলা পৌনে ১২টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে না পারার অভিযোগ করেছেন। তিনি ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন।

প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলাম জানান, ‘স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন কেন্দ্রে আসেন। কিন্তু ভোট কক্ষে প্রবেশ করেননি। কিন্তু তিনি কেন ভোট দিতে পারেননি বিষয়টি আমার জানা নেই।’ অন্য অভিযোগগুলোর বিষয়ে এই কর্মকর্তা কিছু বলেননি।

আরও পড়ুন- উপজেলা নির্বাচনের পর দলীয় প্রার্থীর বিরোধিতাকারীদের শাস্তি