পেট্রোল দিয়ে ছেলের হাত পুড়িয়ে দিলেন বাবা

নীলফামারী

পকেট থেকে একশ’ টাকা চুরি করার অপরাধে ছেলের হাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন বাবা। এই ঘটনায় তৃতীয় শ্রেণির ছাত্র মামুন (৮) এর দুই হাত পুড়ে গেছে। নীলফামারীর সৈয়দপুর শহরে চামড়ার গুদাম এলাকায় ঘটনাটি ঘটে।

বুধবার (১৯ জুন) সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকে বাবা মাহমুদ আলী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মামুন বাবার পকেট থেকে ১০০ টাকা চুরি করে। এতে ক্ষিপ্ত হয়ে ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নিয়ে যান মাহমুদ আলী। এরপর ছেলের দু’হাত দড়িতে বাঁধেন। এরপর বোতলে করে আনা পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন।  শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।