ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

 

হাসপাতালের সামনে উত্তেজিত জনতাখুলনা মহানগরীর খানজাহান আলী রোডের টুটুপাড়া কবরখানা মোড় এলাকায় বেসরকারি ন্যাশনাল হাসপাতালে ভুল অপারেশনে সালেহা বেগম (৬৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (২৪ জুন) রাতের এই ঘটনায় রোগীর আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা হাসাপাতালটি ঘেরাও করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সালেহা বেগমের ছেলে মো. মনির শেখ বলেন, ‘সোমবার মাকে ন্যাশনাল হাসপাতালে অপারেশন করা হয়। অপারেশন থিয়েটার থেকে বের হলে মা নিঃশ্বাস নিতে পারছিলেন না। এ সময় তাকে দ্রুত অন্য হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। তখন গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে ন্যাশনাল হাসপাতালে গেলে, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেওয়া হয়।’ তিনি অভিযোগ করেন, ‘ভুল অপারেশনে আমার মায়ের মৃত্যু হয়েছে।’

ন্যাশনাল হাসপাতালের মার্কেটিং অফিসার মো. প্রিন্স এ বিষয়ে বলেন, ‘আবু নাসের বিশেষায়িত হাসপাতালের উপ-পরিচালক ডা. মঞ্জুর মোর্শেদ এই অপারেশন করেন। তিনিই মৃত্যুর বিষয়ে ভালো বলতে পারবেন।’

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ঘটনা শুনে পুলিশের একটি টিম নিয়ে আমি হাসপাতালে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বিষয়টি খোঁজ নিয়ে অপরাধ শনাক্তের পর আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’