যৌন হয়রানির অভিযোগ: শিক্ষককে দুটি কোর্স থেকে সাময়িক অব্যাহতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক বিষ্ণু কুমার অধিকারীকে দুটি কোর্স থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে ইনস্টিটিউটের পরিচালককে সভাপতি করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে ইনস্টিটিউটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২৬ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী। তিনি জানান, ‘গতকাল চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী লিখিত অভিযোগ দেওয়ার পর দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী মৌখিক অভিযোগ দিয়েছে। যেহেতু অভিযুক্ত শিক্ষকের দুটি বর্ষেই কোর্স রয়েছে, তাই যাতে পরীক্ষার খাতায় এর কোনও প্রভাব না পড়ে তাই ওই কোর্স দুটি থেকে বিষ্ণু কুমারকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।’

তদন্ত কমিটির অগ্রগতির বিষয় জানতে চাইলে আবুল হাসান চৌধুরী বলেন, ‘আগামী ৭ জুলাই থেকে ইনস্টিটিউটের সব বর্ষের সেমিস্টার ফাইনাল শুরু হচ্ছে। তাই বিভাগের কাজে চাপ রয়েছে। তবে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার।’

প্রসঙ্গত, মঙ্গলবার (২৫ জুন) দুপুরে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগপত্র জমা দেন ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী এবং মৌখিক অভিযোগ করেন দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী। তবে অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত শিক্ষক বিষ্ণু কুমার অধিকারী।

আরও পড়ুন- রাবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ