তিনি জানান, পাসপোর্ট করে দেওয়ার কথা বলে কামরুল নামের এক লোক বিবিজাকে নিয়ে আসে। তবে ওই ব্যক্তি পাসপোর্ট অফিস থেকেই পালিয়ে যায়। বর্তমানে রোহিঙ্গা ওই নারী থানা হেফাজতে রয়েছেন। পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক হালিমা খাতুন সন্দেহ করে চ্যালেঞ্জ করলে তার ভুয়া কাগজপত্র ধরা পড়ে।
পুলিশের জিজ্ঞাসাবাদে বিবিজা জানান, তিনি চট্টগ্রামের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। তার বাবার নাম তৈয়ুব তাহের।