শ্রীমঙ্গলে চা শ্রমিক হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

যাবজ্জীবনমৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক চা শ্রমিককে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।  রবিবার (৭ জুলাই) বিকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আবু তাহের এই আদেশ দেন। মৌলভীবাজার জেলা দায়রা জজ আদালতের এপিপি কৃপা সিন্ধু দাস বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডিত আসামিরা হলেন– সুবল রাউতিয়া ও সুকু কালেন্ডি। রায়ের সময় আদালতে সুবল রাউতিয়া উপস্থিত ছিলেন। সুকু কালেন্ডি পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, পাওনা টাকা চাইতে গেলে ২০১৫ সালের ১৫ মে শ্রীমঙ্গলের সোনাছড়া চা বাগানের শ্রমিক বির্জু তাঁতী ওরফে বুজুকে (৩২) ডেকে নেয় দুই আসামি। পরদিন ১৬ মে উপজেলার জাগছড়া চা বাগানের রাবার বাগান থেকে পুলিশ বির্জুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় তার স্ত্রী রিতা তাঁতী (২৪) বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় ওই দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।