চকরিয়ায় মাটির দেয়াল চাপা পড়ে যুবক নিহত

কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় মাটির দেয়াল চাপা পড়ে হারুন উর রশিদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) সকাল ৬টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ের ৮ নম্বর ওয়ার্ডের হাফালিয়া কাটা এলাকায় এই ঘটনা ঘটে।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাতে ভারী বর্ষণে ওই এলাকায় একটি মাটির ঘরের দেয়াল ধসে পড়ে। এতে সে মাটিতে চাপা পড়ে। পরিবারের সদস্যরা মাটির দেয়াল পড়ার শব্দ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে হারুনকে মৃত্য অবস্থায় উদ্ধার করেছে। নিহত যুবক ওই এলাকার মৃত বশির আহমদের ছেলে।