থান‌চি‌তে ২৫ পর্যটক আটকা

সাঙ্গু নদীর পা‌নি বিপদসীমার ওপরেবান্দরবা‌নের থান‌চি‌র রেমাক্রী‌তে আটকা প‌ড়ে‌ছেন ২৫ জন পর্যটক। তারা বর্তমা‌নে থান‌চি রেমাক্রী ইউ‌নিয়‌নের রেমাক্রী বাজা‌রের বি‌জি‌বি ক্যা‌ম্পে নিরাপ‌দে র‌য়ে‌ছেন। মঙ্গলবার (৯ জুলাই) থা‌ন‌চি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আ‌রিফুল হক মৃদুল এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।সাঙ্গু নদীর পা‌নি বিপদসীমার ওপরে

ইউএনও ব‌লেন, ‘বৃ‌ষ্টি‌ শুরু হওয়ার আগে এই ২৫ জন পর্যটক থান‌চির রেমাক্রীর নাফাখুম দেখ‌তে যান। তারা যাওয়ার পরপরই বৃ‌ষ্টি শুরু হলে সাঙ্গু নদীর পা‌নি বিপদসীমা অতিক্রম করে। নৌ চলাচল বন্ধ হ‌য়ে তারা আটকা প‌ড়েন। বর্তমা‌নে তারা বি‌জি‌বি ক্যা‌ম্পে নিরাপ‌দে আছেন ব‌লে বি‌জি‌বির মাধ্যমে জানা ‌গেছে। আবহাওয়া স্বাভা‌বিক হ‌লেই তারা ফির‌তে পারবেন।’

এ‌দি‌কে বান্দরবান হো‌টেল মো‌টেল মা‌লিক স‌মি‌তির সে‌ক্রেটারি মো. সিরাজুল ইসলাম জানান, বর্তমা‌নে বান্দরবান সদ‌রে কোনও হো‌টেল মো‌টে‌লে পর্যটক নেই।সাঙ্গু নদীর পা‌নি বিপদসীমার ওপরে

টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বেড়ে বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়ায় প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। এ কারণে মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার মধ্যরাত থেকে শুরু হয় ভারী বর্ষণ। এর ফলে সোমবার পাহাড় ধসে সড়কের ওপর পড়ে বান্দরবান থেকে রুমা ও থানচির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন- বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ