আটক ব্যক্তিরা হলো যাত্রাপুর ইউনিয়নের গারুহারা গ্রামের আপেল রানা, দক্ষিণ সিতাইঝার এলাকার শফিকুল ইসলাম, দোয়ালী পাড়া গ্রামের আশিকুর রহমান, একই গ্রামের আল-আমিন এবং ভগবতীপুর গ্রামের নজরুল ইসলাম। তারা সবাই যাত্রাপুর বাজারে কম্পিউটার ও মোবাইলের মাধ্যমে ছবি, গান ও ভিডিও আপলোড-ডাউনলোডের সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান জানান, পর্নগ্রাফি ভিডিও প্রচার ও বিতরণের প্রবণতা কমাতে এসব কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হবে।