X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

কুড়িগ্রামে বিএনপির কমিটি বাতিলের দাবিতে নেতাকর্মীদের কালো পতাকা মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি
১৯ মে ২০২৫, ২৩:৫৭আপডেট : ১৯ মে ২০২৫, ২৩:৫৭

কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটিতে মামলা-হামলার শিকার নির্যাতিত কর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে, এমন অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (১৯ মে) দুপুরে উলিপুর পৌর শহরের হাজী মার্কেটের অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে শহরের গবার মোড়ে বিক্ষোভ সমাবেশ করে দলটি। সমাবেশে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান নুরেচ্ছেবাহ স্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফুলু, জেলা কৃষকদল নেতা আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবির কাজল, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোতলেবুর রহমান প্রমুখ।

উলিপুর উপজেলা ও পৌর বিএনপির সদ্যঘোষিত কমিটির সমালোচনা করে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় ও নিবেদিত কারাবরণকারী নেতাকর্মীদের কমিটিতে স্থান দেওয়া হয়নি। একটি বিশেষ মহলের ইশারায় পকেট কমিটি গঠন করা হয়েছে।

সদ্যঘোষিত উপজেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া যুগ্ম আহ্বায়ক এবং সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোতলেবুর রহমান বলেন, ‘ত্যাগীদের বঞ্চিত করে শিল্পপতিদের কাছে উলিপুর উপজেলা এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বিক্রি করা হয়েছে। অবিলম্বে এই কমিটি বাতিল করে নিবেদিত নেতাকর্মীদের নিয়ে নতুন করে কমিটি ঘোষণা দিতে হবে।’

এর আগে গত ১৪ মে উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষণার দুই দিনের মাথায় গত ১৬ মে কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন দলটির চার নেতাকর্মী। কমিটি ঘোষণায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ না করা, আওয়ামী লীগ সরকারের নির্যাতন সহ্য করে আন্দোলনে থাকা ত্যাগীদের বঞ্চিত করাসহ অর্থের বিনিময়ে নিষ্ক্রিয়দের নিয়ে কমিটি করার অভিযোগ তুলে তারা পদত্যাগের ঘোষণা দেন। তবে পদত্যাগীদের এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। তাদের দাবি, দলের ভাবমূর্তি নষ্ট করতে কিছু নেতাকর্মী এমন অভিযোগ করছেন।

/এএম/
সম্পর্কিত
দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাবি ছাত্রদলের ১২ নেতা বহিষ্কার
‘উপজেলা পর্যায়ে নিম্ন আদালত ও জরুরি আইন সংস্কারে বিএনপির আপত্তি নেই’
ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ
সর্বশেষ খবর
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের