জামালপুরে যমুনার পানি বিপদসীমার ৩১ সে.মি. ওপরে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি আগের থেকে ৪৬ সেন্টিমিটার বেড়েছে।

শনিবার (১৩ জুলাই) সকালে বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের চিনাডুলি, শিংভাঙ্গা, বাবনা, পূর্ব বাবনা, দেওয়ানপাড়া, কড়ইতলা, ডেবরাইপ্যাঁচসহ বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৬ হাজার মানুষ।

২০১৭ সালের বন্যায় বিভিন্ন সড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় অনেক অংশ দিয়ে পানি ছড়িয়ে পড়ছে লোকালয়ে।