নড়াইলে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক তিন ব্যক্তিনড়াইলে আটটি বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিন ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১৫ জুলাই) সদর উপজেলার চন্ডীবরপুর গ্রামে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের আটক করা হয়।  র‌্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলো– চন্ডীবরপুর গ্রামের কালিপদ সাহার ছেলে বিশ্বজিৎ সাহা (৫১), মন্টু সরকারের ছেলে কালু সরকার (৫৫) ও দুলাল বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (২৮)। এ সময় রবি বিশ্বাস নামে তাদের এক সহযোগী পালিয়ে গেছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫টার দিকে নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর গ্রামের বিশ্বজিৎ সাহার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে আটটি বোমা এবং বোমা তৈরির কাজে ব্যবহৃত ডিভাইস, গান পাউডার, তার, সার্কিট ও ২০টি মোবাইল ফোন এবং ৫০টি মোবাইল ফোনের সিম উদ্ধার করা হয়।

র‌্যাব-৬-এর স্পেশাল কমান্ডার মেজর শামীম সরকার বলেন, ‘দীর্ঘদিন ধরে এই চক্রটি বোমা তৈরির করে বিভিন্ন সন্ত্রাসীচক্রের কাছে বিক্রি করে আসছে।’ এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা করা হয়েছে বলে তিনি জানান।