কুড়িগ্রামে নৌকা ডুবে শিশুসহ নিহত ৩

কুড়িগ্রাম

কুড়িগ্রামে বন্যার পানিতে নৌকা ডুবে শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর কালডাবড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিন জনকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও তিন জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত তিন জন হলেন−গৃহবধূ রুনা বেগম (৩০), রুপা মনি ওরফে মুবিনা (১০) ও হাসিবুল (৮)। রুনা বেগম উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর কালডাবড়ি এলাকার রেজাউলের স্ত্রী, রুপা মনি ওরফে মুবিনা একই এলাকার মহসিনের মেয়ে এবং হাসিবুল আয়নালের ছেলে।

নৌকাডুবি থেকে উদ্ধার হওয়া রুবেল ও আবির জানান, তারা নারী ও শিশুসহ ১৫-২০ জন মঙ্গলবার দুপুরে বাড়ি সামনের নিচু জায়গায় নৌকায় করে ঘুরতে যান। এ সময় হঠাৎ নৌকা উল্টে যায়।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মঞ্জিল হক জানান, নিখোঁজদের খোঁজে রংপুর থেকে আসা দুই জন ডুবুরি ওই জলাধারে তল্লাশি চালাচ্ছেন।