মাগুরা-ঝিনাইদহ সড়কে ১৫ দিন ধরে বাস চলাচল বন্ধ

2

মাগুরা-ঝিনাইদহ সড়কে গত ১৫ দিন ধরে মাগুরার বাসগুলোর চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন মাগুরা জেলার যাত্রীরা। মাগুরার বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ, ঝিনাইদহ বাস মালিক সমিতি কর্তৃক মাগুরা বাস মালিক সমিতির বাসগুলো ঝিনাইদহের ওপর দিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে এক সাংবাদিক সম্মেলনে মাগুরা বাস-মিনিবাস মালিক গ্রুপ ও মটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, এই সমস্যার আশু সমাধান না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। 

জেলা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়নের সম্মেলন কক্ষে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে জানানো হয়, মাগুরা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের বাসগুলো দীর্ঘ ২৭-২৮ বছর ধরে মাগুরা-ঝিনাইদহের হাট গোপালপুর, কালিগঞ্জ ও যশোর হয়ে খুলনায় চলাচল করছে। কিন্তু ঝিনাইদহ বাস মালিক সমিতি মাগুরার মালিক সমিতির গাড়িগুলো ঝিনাইদহের আরাবপুর স্ট্যান্ড থেকে ফিরিয়ে দিচ্ছে এবং বাস চলাচলে নানা ধরনের বাধা সৃষ্টি করছে। এমনকি রিজার্ভ গাড়িও চলাচল করতে দিচ্ছে না। এর ফলে জেলার ৪ শতাধিক  কর্মরত মটর শ্রমিক ও তাদের  পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

জেলা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান জানান, গত ২৪ জুন মাগুরা বাস মালিক সমিতি ও ঝিনাইদহ মালিক সমিতির বাসগুলো অনানুষ্ঠানিকভাবে মাগুরা-ঝিনাইদহ সড়কে যৌথভাবে চলাচলে সিন্ধান্ত হয়। কিন্তু তা শুরুর দিনই বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ৩০ জুন ঝিনাইদহ মালিক সমিতির  সভাপতি রোকনুজ্জামান রানুর উপস্থিতিতে পূর্বের সিন্ধান্ত অনুযায়ী সড়কে বাস চলাচলের ব্যাপারে উভয় পক্ষ একমত হন। কিন্তু গত ১ জুলাই থেকে মঙ্গলবার পর্যন্ত এই রুটে মাগুরা বাস মালিক সমিতির কোনও বাস চলাচল করতে দেয়নি ঝিনাইদহ মালিক সমিতি। এ অবস্থায় মাগুরা বাস-মিনিবাস মালিক সমিতি বাধ্য হয়ে ঝিনাইদহের গাড়িগুলো মাগুরা সড়কে চলাচলে বাধা দেয় ।