বন্যার পানির চাপে সড়কে ধস, শতাধিক পরিবার পানিবন্দি

সড়ক ধসে গিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছেকুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজার (কমড়ভাঙি) পাখিউড়া বাজার সংলগ্ন সড়ক ধসে গিয়ে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে সড়কটি ধসে যায়। যাদুরচর ইউনিয়নের চেয়ারম্যান সরবেশ আলী এ তথ্য জানিয়েছেন।

চেয়ারম্যান ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিকালে বাজার সংলগ্ন পাকা সড়কটি ভেঙে গেলে মুহূর্তেই বাজার সংলগ্ন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এছাড়াও বন্যার পানির তোড়ে সায়েদাবাদ বাজারের একটি তিনতলা ভবনসহ কয়েকটি স্থাপনা মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।

সরবেশ আলী বলেন, ‘ব্রহ্মপুত্র নদের বাঁ তীর সংলগ্ন বেড়িবাঁধ ভেঙে গিয়ে আমার ইউনিয়নের অধিকাংশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এরপর সায়েদাবাদ বাজার সংলগ্ন সড়কটি ভেঙে যাওয়ায় কয়েকশ’ পরিবার পানিবন্দি হওয়ার পাশাপাশি ওই বাজারও মারাত্মক হুমকিতে রয়েছে।’