মনপুরায় কোস্টগার্ডের অভিযান, ৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ভোলার মনপুরার কলাতলী ও ঢালচর মধ্যবর্তী মেঘনায় অভিযান চালিয়ে প্রায় তিন লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। রবিবার (২১ জুলাই) সকালে এই অভিযান চালানো হয়।

পরে সব কারেন্ট জাল উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামে মেঘনা নদীর তীরে এনে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দেয় কোস্টগার্ড। পুড়িয়ে দেওয়া জালের আনুমানিক মূল্য এক কোটি টাকা।

খোঁজ নিয়ে জানা যায়, হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রীবাহী লঞ্চে করে মনপুরা আসার পথে সুর্যমুখী ঘাটের নাসিম মাঝি ও রিজির খালের ছালাউদ্দিন মাঝির নতুন কারেন্ট জাল কোস্টগার্ড জব্দ করে।

এই ব্যাপারে মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. আব্দুল আলীম (সিপিও) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢালচর ও কলাতলী চরের মধ্যবর্তী মেঘনায় বোট থেকে তিন বস্তা নতুন কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।