X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

দুর্ঘটনার পর প্রাইভেটকারের মদ লুট: চালক গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ মে ২০২৫, ১১:৩৫আপডেট : ১৬ মে ২০২৫, ১১:৩৫

নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক দুর্ঘটনা ঘটানো মদভর্তি প্রাইভেটকারের চালককে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে গ্রেফতারকৃত চালক রোকনুজ্জামান মিয়াকে (২১) আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এর আগে বুধবার (১৪ মে) দিনগত রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরে ঘটনা ঘটে। রাতেই অভিযান চালিয়ে প্রাইভেটকার চালক মো. রোকনুজ্জামানকে আটক করে পুলিশ।

রোকনুজ্জামানের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওড়া ইউনিয়নের ভাঙ্গাহাটি পাড়া গ্রামে। সে ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

চালককে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা থেকে প্রাইভেটকার ভর্তি মদের চালান নিয়ে ঈশ্বরগঞ্জ হয়ে ভালুকার সিডস্টোরের দিকে যাওয়ার পথে ঈশ্বরগঞ্জ পৌর এলাকা থেকে গাড়িটি আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ঢুকে ছয় জনকে আহত করে। পরে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দেয় উপস্থিত জনতা। কিছুক্ষণ যেতেই ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদ সংলগ্ন সড়ক পাশের পিলারে ধাক্কা লেগে ফের নিয়ন্ত্রণ হারায় প্রাইভেটকারটি। এ সময় উপস্থিত জনতা প্রাইভেটকারে থাকা বিদেশি মদ কাড়াকাড়ি করে লুটে নেয়। হাতে হাতে মদের বোতল নিয়ে বাড়ি ফেরে তারা। খবর পেয়ে পুলিশ প্রাইভেটকারটি আটক করে থানায় নিয়ে আসে।

প্রাইভেটকারের ধাক্কায় আহতরা হলেন– বাচ্চু মিয়া (৪৫), মামুন মিয়া (৩০), চম্পা আক্তার (৩৫), বিপুল (২২), ফরিদ (২৫), শাহনাজ পারভিন (৩০)। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। কর্তব্যরত চিকিৎসকরা আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তারা সবাই ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী আল-আমিন, আবু চান, হারুনসহ অনেকে বলেন, ‘প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া মাত্রই শত শত পথচারী ও স্থানীয় বাসিন্দা ছুটে আসেন ঘটনাস্থলে। আমরা যখন আহতদের উদ্ধারে ব্যস্ত ছিলাম তখন অনেক মানুষ প্রাইভেটকারের দরজা ভেঙে ভেতরে থাকা বিপুল পরিমাণ মদের বোতল লুট করে নিয়ে যায়।’

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিদেশি মদের বোতলভর্তি প্রাইভেটকারটি আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাইভেটকারটি তল্লাশি করে ৫৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে চালককে গ্রেফতার করে বুধবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এমএএ/
সম্পর্কিত
ভ্যানে বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই জনের
খিলক্ষেতে কাভার্ড ভ্যানচাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছয় মাসে ২২২ জন নিহত
সর্বশেষ খবর
পিডিবির অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হযরত আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা 
পিডিবির অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হযরত আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা 
শিশু ধর্ষণ মামালায় আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণ মামালায় আসামির যাবজ্জীবন
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক হামিদুল হকের ব্যাংক হিসাব অবরুদ্ধ 
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক হামিদুল হকের ব্যাংক হিসাব অবরুদ্ধ 
আবার শুরু...
আবার শুরু...
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত