রাজশাহীতে ১০ লাখ টাকার জাল রুপিসহ আটক ৩

২২২রাজশাহীতে একটি দুইতলা বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল রুপি ও রুপি তৈরির সরঞ্জামাদিসহ তিন জনকে আটক করেছে র‌্যাব। রবিবার (২১ জুলাই) দুপুরে মহানগরীর রামচন্দ্রপুর বউ বাজারের পাশের মরহুম নূর মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো−রাজশাহীর গোদাগাড়ী সরকারি ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুবেল হোসেন, নাটোরের জাহাঙ্গীর আলম ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মোসাদ্দেক হোসেন।

র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমরা কয়েকদিন ধরেই বাড়িটা রেকি করছিলাম। তার পরিপ্রেক্ষিতে শনিবার দিবাগত রাত থেকে আমরা গোয়েন্দা নজরদারি বাড়াই। পরে রবিবার বেলা ১১টায় অভিযান পরিচালনা করি। অভিযানে ১০ লাখ টাকার জাল রুপি ও জাল রুপি তৈরির সরঞ্জামাদি জব্দ করেছি।

তিনি আরও জানান, এই জাল রুপিগুলো কোরবানি সামনে রেখে তারা তৈরি করছিল। এগুলো ভারত থেকে গরু আমদানি ও ব্যাংকে লেনদেনের জন্য তৈরি করা হচ্ছিল। কারণ এই সময় মানুষ অনেক টাকার লেনদেন করেন। আর সেই সুযোগ কাজে লাগাতে চেয়েছিল তারা।