তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেউলিয়া হয়ে গেছে। সেই দেউলিয়াপনাকে আড়াল করার জন্য দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।’
এ সময় তিনি রংপুর সদর আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মারা যাওয়ার পর শূন্য হওয়া আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলে ঘোষণা দেন। এজন্য মহানগরের সব ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান নানক।
মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন– আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, মহানগর সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল। এ সভায় মহানগর আওয়ামী লীগের ৩৩টি ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ নেতারা উপস্থিত ছিলেন।