দণ্ডপ্রাপ্ত পারভেজ পৌরসভার বান্দুটিয়া এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন জানান, এ সময় পারভেজের কাছে ১০ পিস ইয়াবা পাওয়া যায়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত।
তিনি আরও জানান, জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান অব্যাহত থাকবে।
মানিকগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।