চট্টগ্রামে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

স্টেশনে টিকিটের জন্য ভিড়কোরবানির ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকাল ৯টায় চট্টগ্রাম রেলস্টেশনে টিকিট বিক্রি শুরু হয়। এর আগে ভোর ৬টা থেকে অনলাইন ও মোবাইল অ্যাপসের মাধ্যমে টিকিট বিক্রি শুরু করা হয়। প্রথম দিন স্টেশনে টিকিটের জন্য তেমন ভিড় দেখা যায়নি। তবে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি যাত্রীকে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে।
রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানিয়েছেন, প্রথম দিন ৭ আগস্টের জন্য মোট ১২ হাজার টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে ৭ হাজার ১৮টি টিকিট দেওয়া হবে আন্তঃনগর ট্রেনের। বাকি ৪ হাজার ৯৭৮টি অন্যান্য ট্রেনের টিকিট দেওয়া হবে। তিনি বলেন, ‘কোনও রকম ঝামেলা ছাড়াই টিকিট প্রত্যাশীরা শান্তিপূর্ণভাবে টিকিট কাটছেন। বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। কাউন্টারে প্রচুর টিকিট। সবাই টিকিট পাবেন।’
লাইনে দাঁড়িয়ে টিকেট কিনেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আব্দুর রহিম। সিলেটের এই বাসিন্দা বলেন, ‘আমার ছুটি শুরু হবে ১০ আগস্ট থেকে। তখন বাস ট্রেন সবখানে যাত্রীদের অনেক ভিড় থাকে। তাই পরিবারের সদস্যদের নিয়ে যাতায়াত করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এজন্য পরিবারের লোকজনদের আগে পাঠিয়ে দিতে আজ টিকিট নিতে এসেছি। সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে সাড়ে ৯টার দিকে টিকিট হাতে পেয়েছি।’
প্রসঙ্গত, ৩০ জুলাই ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের ও ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। অন্যদিকে ৫ আগস্ট দেওয়া হবে ১৪ আগস্টের, ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের ও ৯ আগস্ট ১৮ আগস্টের ফিরতি টিকিট বিক্রি করা হবে।