প্রদর্শনী চলবে ২ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে। প্রদর্শনীর উদ্বোধন করেন খুলনার বিএল কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল মোস্তফা কামাল।
এতে উপস্থিত ছিলেন টুরিস্ট ক্লাব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক কামাল খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সূর্বনা সরকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বায়েজীদ খান, সংস্কৃতিকর্মী কাজল আবদুল্লাহ, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম, মাজিদুল ইসলাম, ফটোগ্রাফার পিনু রহমান প্রমুখ। অনুষ্ঠানের সম্বন্বয়ক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র আবিদ হাসান সৈকত।