বিআইডব্লিউটিসি এর শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, ‘পলি পড়ে আগের চ্যানেলটি বন্ধ হয়ে গেছে। বিকল্প চ্যানেল দিয়ে সকাল ৯টায় শিমুলিয়া ঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়। ১১টি ফেরি চলাচল করছে।’
তিনি আরও জানান, ‘এর আগে বুধবার রাতে নাব্য সংকটের কারণে চ্যানেল ফেরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এছাড়া চ্যানেলটি সরু হওয়ায় এখান দিয়ে একসঙ্গে দুটি ফেরি চলতে পারে না। বর্তমানে শিমুলিয়া ঘাটে চার শতাধিক ছোটবড় গাড়ি নদী পারাপারের অপেক্ষায় আছে।’