লালমনিরহাটে তিনশ’ পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ

দরিদ্রদের মাঝে মাংস বিতরণ করা হচ্ছেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারীর চরের ৩০৪টি দরিদ্র পরিবারের মধ্যে একদল তরুণ কোরবানির মাংস বিতরণ করেছে। ফোরাম এসডিএ নামের একটি সংগঠনের ওই তরুণেরা বুধবার (১৪ আগস্ট) তিস্তা নদীর মধ্যের ওই চরে তিনটি গরু জবাই করেন এবং মাংস বিতরণ করেন।

ফোরাম এসডিএ'র কেন্দ্রীয় নেতা মিঠু দেবনাথ, স্থানীয় নেতা মুরাদ নীল ও নাসিরুল আলম মণ্ডলের নেতৃত্বে ফাহিম, মিঠু খন্দকার, তামজিদ, হাবিব, রাসেল, সোহান, জয়, রুবেল ও শাকিল পরিবারগুলোর সদস্যদের হাতে মাংস তুলে দেন।

মাংস পেয়ে খুশি ছকবুল হোসেন স্মৃতি (৯৫)। তিনি বলেন, ‘গত দুই বছর কোরবানির মাংস ভাগ্যে জোটেনি। ফোরাম এসডিএ'র কাছ থেকে মাংস পেয়ে ভালো লাগছে। আল্লাহর কাছে দোয়া করবো, যেন তাদের মঙ্গল হয়।’

মাংস পাওয়া মহসিনা বেগম ও মর্জিনা খাতুন বলেন, ‘আমরা অনেক কষ্টে থাকি, কিন্তু  কেউ খবর রাখে না। অভাবের সংসারে ছেলেদের কাছ থেকে মাংস পেয়ে আমরা খুশি। দুই বেলা মাংস দিয়ে ভাত খেতে পারবো।’

ফোরাম এসডিএ এর সহযোগিতার দায়িত্বে থাকা নাসিরুল আলম মণ্ডল বলেন, ‘সামাজিক বন্ধন দৃঢ় করা এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চরের দুখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আগামী দিনেও ভালো কিছু করার চেষ্টা থাকবে।’