মজুরির পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো কৃষিশ্রমিকের

শেরপুর

কাজের মজুরির পাওনা টাকা চাইতে গিয়ে জলিল মিয়া (৫৬) নামে একজন কৃষিশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে শেরপুরের নকলার চরমধুয়া নামাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জলিল ওই গ্রামের মৃত ছফর উদ্দিনের ছেলে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নকলার চরমধুয়া নামাপাড়া গ্রামের হাজী মোশারফ হোসেনের বাড়িতে সকাল সাড়ে ৮টার দিকে কাজের মজুরির পাওনা সাতশ’ টাকা চাইতে যান কৃষিশ্রমিক জলিল মিয়া। এসময় মজুরির টাকা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে মোশারফ ও তার বাড়ির লোকজন শ্রমিক জলিলের ওপর হামলা করে। জলিল প্রাণে বাঁচার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধরে পিটিয়ে হত্যা করা হয়।  

ওসি আলমগীর হোসেন বলেন, এই ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি ও আসামিদের আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে।