রামেক হাসপাতালে এখনও চিকিৎসাধীন ৯৬ ডেঙ্গু রোগী

রামেক

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ৯৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রামেক হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবারে ১১ জন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন।

গত ১৫ জুলাই থেকে এখন পর্যন্ত এ হাসপাতালে মোট ৩৮৯ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ২৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর ৯৬ জন রোগী এখনও চিকিৎসাধীন রয়েছেন। আইসিইউতে চিকিৎসাধীন আছেন একজন। মারা গেছেন এক জন।

তিনি আরও জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এবার চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। তাই এখানে আসা রোগীরা শতভাগ চিকিৎসা পাচ্ছেন। রক্ত পরীক্ষা, ডেঙ্গু রোগ শনাক্ত ও প্রয়োজনের রক্ত দেওয়াসহ সব ধরনের চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে।