১৮ দিনেও উদ্ধার হয়নি শিশু মুরসালিন, গ্রেফতার ২

মুরসালিন সরদারগোপালগঞ্জের কাশিয়ানীতে শিশু মুরসালিন সরদার (৬) অপহরণের ১৮ দিনেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মুরসালিন কাশিয়ানী উপজেলার সাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ও আমডাকুয়া গ্রামের বাচ্চু সরদারের ছেলে। এ ঘটনায় রবিবার (১৯ আগস্ট) মুরসালিনের বাবা বাদী হয়ে অজ্ঞাত ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মামলা করেন। এ মামলায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, উপজেলার সাজাইল ইউনিয়নের আমডাকুয়া গ্রামের আসাদ মুন্সী (৬০) ও হারুন সরদার (৫৭)।
মামলার বিবরণে জানা গেছে, গত ২ আগস্ট দুপুরে মুরসালিন বাড়ির পাশে সাজাইল বাজার মসজিদে নামাজ পড়তে যায়। নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাজাইল পুরানো ইউনিয়ন পরিষদ ভবনের কাছে অজ্ঞাত ৫ থেকে ৬ জন সাদা মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে দ্রুত ঢাকা-খুলনা মহাসড়কের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন নিখোঁজের মা রুবিনা বেগম কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমার জানান, এ ঘটনায় সন্দেহভাজন দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে সোমবার জেল হাজতে পাঠানো হয়।