নেত্রকোনায় পরিত্যক্ত টায়ারে এডিস মশার লার্ভা শনাক্ত

ডেঙ্গু মশানেত্রকোনায় পরিত্যক্ত গাড়ির টায়ারে এডিস মশার লার্ভা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। বুধবার (২১ আগস্ট) দুপুরে পৌর শহরের হোসেনপুর নেত্রকোনা-ঢাকা বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়িতে থাকা পরিত্যক্ত গাড়ির টায়ারে জমে থাকা পানির নমুনা সংগ্রহ করে এ লার্ভা শনাক্ত করা হয়। নেত্রকোনা সিভিল সার্জন অফিসের কীটতত্ত্ব বিভাগের টেকনিশিয়ান মঞ্জুরুল হক লার্ভা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় ওই বাড়ির মালিককে পরিত্যক্ত টায়ার রাখার অপরাধে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরওয়ার কামালের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকালে এ লার্ভা শনাক্ত করা হয়। তিনি জানান, সাধারণ মানুষকে সচেতন করতে পৌরসভার সহযোগিতায় শহরের বিভিন্ন অফিস-আদালত ও পাড়া-মহল্লায় পরিষ্কার-পরিছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।

সিভিল সার্জন ডাক্তার তাজুল ইসলাম বলেন, ‘ঈদুল আজহার পর স্বাস্থ্য বিভাগ থেকে ৯ সদস্যের একটি টিমকে মাঠে কাজ করতে দেওয়া হয়েছে।  আমাদের পক্ষ থেকে জনসচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখা হয়েছে।’

নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা পৌরসভার পক্ষ থেকে শহরের পাড়া-মহল্লায় মাইকিং করে এ বিষয়ে সচেতন করছি। প্রতিদিনই শহরের বিভিন্ন স্থানে মেডিসিন প্রয়োগ করছি যাতে এর প্রকোপ থেকে পৌরবাসী রক্ষা পায়।’ 

এদিকে, এডিস মশার লার্ভা পাওয়ায় শহর ও এর আশপাশের এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।