শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার ঘটনায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

আবদুল হাকিম টেনুপাবনার ঈশ্বরদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবদুল হাকিম টেনু (৫৬) মারা গেছেন। ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলী নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা, গুলি ও বোমাবাজির মামলায় তার এ সাজা হয়েছিল। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

হালিমা খাতুন গণমাধ্যমকর্মীদের জানান, কারাগারে থাকা অবস্থায় গত ১০ আগস্ট তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন টেনু।

টেনু ঈশ্বরদী শহরের পশ্চিমটেংরী এলাকার বাসিন্দা এবং পৌর বিএনপির সদস্য ছিলেন।

উল্লেখ্য, গত ৩ জুলাই পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুস্তম আলী ওই মামলায় নয়জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১৩ জনকে দশ বছর করে কারাদণ্ড প্রদান করেন। তারা সবাই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।