গভীর রাতে বাল্যবিয়ের আয়োজন, দুজনের কারাদণ্ড

কারাদণ্ডগভীর রাত, চারিদিকে নিস্তব্ধতা। এরই মধ্যে গোপনে চলছিল বাল্যবিয়ের আনুষ্ঠানিকতা। কিন্তু হঠাৎই সেখানে হাজির হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিয়ে পড়ানোর অপরাধে স্থানীয় ইমামকে দুই বছরের এবং বরের বাবাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ আগস্ট) দিনগত গভীর রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তারেকুজ্জামানের সঙ্গে একই গ্রামের জিয়াউল ইসলামের মেয়ের গোপনে বাল্য বিয়ে দেওয়া হচ্ছিল। এ খবর পেয়ে সেখানে হাজির হন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জাকির হোসেন জানান, বাল্যবিবাহ নিরোধ আইনের আওতায় এই সাজা দেওয়া হয়েছে।