কাশিমপুর কারাগারে বন্দির মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারগাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে এনামুল হক বাবুল (৪৮) এক বন্দি মারা গেছেন। বাবুল ঢাকার রমনা থানার আইসিটি আইনের একটি মামলার আসামি ছিলেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) তিনি মারা যান। ওই কারাগারের ডেপুটি জেলার জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

বাবুল পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার সন্তোষপুর এলাকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।  গ্রেফতার হওয়ার পর আদালতের মাধ্যমে ২০১৭ সালের ১৪ জুন তাকে এই কারাগারে পাঠানো হয়।

ডেপুটি জেলার জানান, বাবুল সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বেলা ১১টার দিকে ওই হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, বাবুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মারা গেছেন। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।