প্রত্যাবাসন ঠেকাতে কিছু এনজিও রোহিঙ্গাদের উসকানি দিচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদপ্রত্যাবাসন ঠেকাতে কিছু এনজিও রোহিঙ্গাদের উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এনজিওগুলো চায় না রোহিঙ্গা প্রত্যাবাসন হোক। রোহিঙ্গাদের না যাওয়ার জন্য তারা প্ররোচনা দিচ্ছে। রোহিঙ্গাদের উসকানি দিয়েছে যাতে তারা নিজ দেশে ফিরে না যায়।’
শুক্রবার (২৩ আগস্ট) রাতে নগরীর জে এম সেন হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে তথ্যমন্ত্রী সেখানে আয়োজিত জন্মাষ্টমী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার এসব উসকানিদাতাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘রোহিঙ্গারা এখানে থাকলে এনজিওগুলোর ফান্ড আসবে। এ কারণেই তারা রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না। তাদের দাবি, মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরার পরিবেশ তৈরি হয়নি। তবে রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফিরে যায় সেজন্য সরকারের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতাসহ নানা উদ্যোগ চলছে। তাদের মিয়ানমার ফিরে যেতে হবে। এজন্য মিয়ানমারকেই মূল পদক্ষেপ নিতে হবে।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয় দিয়েছিলেন। ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসলেও এখন এটি বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখে। কারণ গত দুই বছরে রোহিঙ্গা ক্যাম্পে আরও এক লাখ শিশু জন্ম নিয়েছে।’