ময়মনসিংহে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

ময়মনসিংহময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশু জারিফ মিয়া (৫) মারা গেছে। শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জারিফ মারা যায়। এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার।

এই চিকিৎসক জানান, ডেঙ্গু জ্বর নিয়ে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর জারিফের শারীরিক অবস্থা খারাপ হয়। এ কারণে শুক্রবার সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষ জারিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের আইসিইউতে রেফার করে। ছাড়পত্র নিয়ে ঢাকায় না গিয়ে জারিফকে তার পরিবার শুক্রবার বিকাল ৫টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে। শারীরিক অবস্থা দ্রুত খারাপ হওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জারিফ মারা যায়।

জারিফ ময়মনসিংহ সদরের শিকারীকান্দা এলাকার মো. আরিফ মিয়ার ছেলে। আরিফ মিয়া পরিবার নিয়ে গাজীপুরে বসবাস করেন।

ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার আরও জানান, বর্তমানে হাসপাতালে ১১০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন। আর পাঁচ জন রোগী ছুটি নিয়ে বাড়ি ফিরে গেছেন।