নাসিরনগরে পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশ হেফাজতে বাবুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৫ আগস্ট) দুপুরে পুলিশ গ্রেফতার করার পর সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

নিহত বাবুলের বাড়ি নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের কৈয়ারপুর গ্রামে।

বাবুলের ভাতিজা সাহাব উদ্দিন বলেন, ‘নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীমসহ সাদা পোশাকে দুজন পুলিশ গ্রামে এসে আমার চাচা বাবুল মিয়াকে ধরে নিয়ে স্থানীয় একটি চায়ের দোকানে বসিয়ে রাখে। এ সময় এলাকার লোকজন জানতে চান, তার নামে কোনও মামলা আছে কিনা? তখন এসআই শামীম বলেন, থানায় আসলে জানতে পারবেন। পরে গ্রামের লোকজন থানায় গেলে তিনি মোটা অংকের টাকা দাবি করেন।’

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. কবীর হোসেন জানান, বাবুলের নামে বিজয়নগর থানায় ডাকাতি প্রস্তুতির একটি মামলা ছিল। ওই মামলায় সে পলাতক ছিল। আদালত থেকে তার নামে গ্রেফতারি পরোয়ানা মূলে তাকে রবিবার দুপুর আড়াইটার দিকে নিজবাড়ী পূর্বভাগ ইউনিয়নের কৈয়ারপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে থানায় নেওয়ার পর বিকাল ৫টার দিকে তার বুকে ব্যথা শুরু হয়। এতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার অল্প কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাহরিয়ার সোহেব বলেন, ‘মৃত্যুর আগে রোগীর বুকের বাঁ পাশে ব্যথা অনুভব করছেন বলে আমাকে জানিয়েছিলেন। শারীরিকভাবে তিনি বেশ দুর্বল ছিলেন।’

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নিয়েছি। তার মৃত্যুর ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ আসলে গুরুত্ব সহকারে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’