সুবর্ণচরে ধর্ষণের শিকার নারীর স্বামীকে এসিড নিক্ষেপ

নোয়াখালীস্ত্রী’র ধর্ষকদের বিচার দাবিতে মানববন্ধনে অংশ নেওয়ায় এক ব্যক্তির ওপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। নোয়াখালী জেলা শহর মাইজদীতে গতকাল রবিবার ধর্ষকদের গ্রেফতারের দাবিতে ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেন তিনি। পরে রবিবার দিনগত রাত ২টার দিকে সুবর্ণচর উপজেলার উত্তর চর বাগ্যা গ্রামে তার ওপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটে।          

এসিডে ঝলসে যাওয়া ওই ব্যক্তি বর্তমানে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বুক, হাত ও উরুসহ শরীরের ৯ শতাংশ ঝলসে গেছে বলে জানান চিকিৎসক।

ভিকটিমের মা জানান, রবিবার দুপুরে জেলা শহর মাইজদীর নোয়াখালী প্রেসক্লাবের সামনে নির্যাতনের বিরুদ্ধে অন্যান্যদের সঙ্গে তার ছেলেও মানববন্ধনে অংশ নেন। সেখান থেকে বিকালে বাড়ি গেলে ধর্ষণের মামলার আসামি ও তার লোকজন তাদের পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দেয়। এক পর্যায়ে রাতে তার ছেলে ঘর থেকে বের হলে ছয় থেকে সাত জন সন্ত্রাসী তাকে এসিড মেরে দৌড়ে পালিয়ে যায়। এ সময় ভিকটিম তিন-চার জনকে চিনতে পারেন। পরে তাকে উদ্ধার করে রাতেই নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যাহ্ জানান, ভিকটিমের শরীরের প্রায় ৯ শতাংশ ঝলসে গেছে। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ উদ্দিন জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দিলে তারা তদন্ত করবেন। 

উল্লেখ্য, গত ২ মে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের উত্তর চর বাগ্যা গ্রামে গোপনে গোসলের ভিডিও ধারণ করে ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠে। ওই নারীর স্বামী এ ঘটনায় প্রতিবেশী জয়নালের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের কিছুদিন পর জয়নাল বাদীর পরিবারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ এনে পাল্টা মামলা দায়ের করে। এরপর থেকে জয়নাল বাদীর পরিবার ও সাক্ষীদের এলাকা থেকে বিতাড়িত করার হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করে আসছে ভিকটিমের পরিবার।