চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ, কারখানা সিলগালা

চট্টগ্রামচট্টগ্রাম নগরীর আতুর ডিপো এলাকায় নামহীন একটি কারখানায় অভিযান চালিয়ে এক টন নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে এসব পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এ ঘটনায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে আতুরার ডিপোর এলাকায় অবস্থিত নামহীন ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই কারখানায় প্রায় এক টন নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।