ভারতে প্রবেশের সময় ফেনী থেকে ৩ নাইজেরিয়ান আটক

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ফেনীর পরশুরামে তিন নাইজেরিয়ান ও দুই বাংলাদেশিকে আটক করছে বিজিবি। বুধবার রাতে পরশুরাম উপজেলার দক্ষিণ কেতরাঙ্গা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে ফেনী করাগারে পাঠানো হয়েছে।

ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান , গোপন সংবাদের ভিত্তিতে কেতরাঙ্গা বিওপির টহলদল সীমান্ত পিলার ২১৭৪/এম হতে ৫শ’ গজ বাংলাদেশের ভেতরে প্রাইভেটকারসহ ওই পাঁচজনকে আটক করা করেছে।

আটক  তিন নাইজেরিয়ান হলো- ইকবোজানু (৩৬) পাসপোর্ট নং এ ০৭১৭২৯৬১, এগবো (৪৭), পাসপোর্ট নং এ ১০১৬৮৭১৬, ইজিডিজু (৩৬) পাসপোর্ট নং এ ১০৩৭৭৪৫৫।

বাকি দুই বাংলাদেশি কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট উপজেলার বকরগঞ্জের কদমতলী গ্রামের আবুল হাসেমের ছেলে মো. সবুর মিয়া (ড্রাইভার) (৩৭) এবং ফেনীর ফুলগাজী উপজেলার ঘনিয়ামোড়া গ্রামের আবুল খায়েরের ছেলে মো. ইমাম হোসেন (৩৭)।

তিন নাইজেরিয়ান নাগরিকের কাছে বাংলাদেশি ভিসাসহ পাসপোর্ট থাকলেও ভারতীয় কোনও ভিসা/বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাদের কাছ থেকে ২ হাজার ৩শ’ ডলার, ১৭ হাজার ২শ’ টাকা, ২টি ল্যাপটপ ও আরও কিছু ব্যবহার্য মালামাল পাওয়া যায়।