গণকবরস্থান প্রতিষ্ঠা করলেন প্রবাসীরা

প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত গণকবরস্থান মাদারীপুরে ইউনিয়ন পর্যায়ে গণকবরস্থানের সংখ্যা খুবই কম। এ সংকটে এগিয়ে এসেছেন সদর উপজেলার ধূরাইল ইউনিয়নের প্রবাসীরা। তারা নিজ এলাকায় কবরস্থান প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এর নির্মাণকাজ শুরু হয়।

সংশ্লিষ্টরা জানান, ধূরাইল ইউনিয়ন প্রবাসী কল্যাণ সমিতির মাধ্যমে প্রবাসীরা ইউনিয়ন পরিষদের পাশে ১৩ লাখ টাকা মূল্যের ৪২ শতাংশ জমির ওপর কবরস্থানটি প্রতিষ্ঠা করছেন। আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেছেন সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি।

এ সময় শাজাহান খান বলেন, ‘দেশের মানুষের জন্য প্রবাসী সন্তানদের এই অবদান এলাকার মানুষ আজীবন মনে রাখবে। তাদের জন্য এলাকার মানুষ গর্ববোধ করেন।’  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, জেলা পরিষদের সদস্য ফারুক খান, ধূরাইল ইউপি চেয়ারম্যান মজিবর রহমান মৃধা, ধূরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাবুব হাওলাদার, ধূরাইল ইউনিয়ন প্রবাসী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম মাতুব্বর, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু খালাসী। সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি কাওছার বেপারি।