বেপরোয়া ট্রাকের নিচে প্রাণ গেলো স্কুলছাত্রী সাদিয়ার

দুর্ঘটনায় নিহত সাদিয়ার সাইকেলবাবাকে ভাত খাওয়ানো হলো না সাদিয়ার। বাবার জন্য ভাত নিয়ে যাওয়ার পথে একটি ঘাতক ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সাদিয়া। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকায় শুক্রবার (৬ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে। সাদিয়া শালবাহান দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং শালবাহান ইউনিয়নের যুগীগছ এলাকার ইসরাফিল হোসেনের মেয়ে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।
স্থানীয়রা জানান, সাদিয়ার বাবা তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজারে অ্যালুমিনিয়ামের দোকান করেন। সাদিয়া বাইসাইকেলে করে বাড়ি থেকে তার বাবার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিলেন। শালবাহান উচ্চ বিদ্যালয় সড়কে যাওয়ার সময় অগ্রণী ব্যাংকের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ক্ষুব্ধ স্থানীয়রা ট্রাকটিতে আগুন দেয় এবং চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ঘাতক বাসতেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, ট্রাকচাপায় ওই স্কুলছাত্রী নিহত হওয়ার পর স্থানীয়রা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সর্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। কৃষ্ণকান্ত রায় (২১) নামে ওই ট্রাকের চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।